বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মামুন হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে শহরের খালধার রোডে। তিনি ওই এলাকার বাসিন্দা।
আহত মামুনের মা সালমা বেগম জানান, অন্য এক মাছ ব্যবসায়ীর সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রোববার সন্ধ্যায় তার সাথে ফের বাকবিতণ্ডা হয়। ধারনা করা হচ্ছে- তার লোকজনে ছেলেকে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত করেছে। ছুরিকাঘাতের ঘটনার বিবারনীতে তার মা বলেন, মামুন সকালে মাছ বিক্রি করতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। বাড়ির গেটের সামনে মুখে মাস্ক পরা অচেনা এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মামুন অচেতন থাকায় তার সাথে বিরোধ ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ চৌধুরী জানান, আহতের বাম রানসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’
- ২২ এপ্রিল ভবদহ পরিদর্শনে আসছেন দুই উপদেষ্টা
- যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষা : প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
- বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় ক্যাম্পেইন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- শেকড়ের উদ্যোগে শিশুদের ফল উৎসব
- যশোরে গ্রাম আদালত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প