বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ফিল্মি স্টাইলে চলন্ত মোটরসাইকেলযোগে মাথায় গুলি করে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে এজাহার নামীয় দুই জন আসামিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, নিহত আলমগীরের আপন জামাতা বাসেদ আলী পরশ ও তার সহযোগি আসাবুল ইসলাম সাগর।
হুমকি ধামকি ও জমির ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে আলমগীরের পরিবার সন্দেহভাজন আসামি হিসেবে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে তাদের আটক করে জেলা পুলিশ।
তবে, এ ঘটনায় মোটরসাইকেলেযোগে এসে পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে পালিয়ে যাওয়া মূল হত্যাকারি এখনও ধরা ছোয়ার বাইরে।
রোববার দুপুরে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেসি ব্রিফিংয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যবসা সংক্রান্ত হত্যাকাণ্ড। এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি।
পুলিশের একাধিক টিম হত্যাকারিদের সনাক্ত করতে কাজ করছে।
নিহতের পরিবারের মামলার প্রেক্ষিতে দুইজন আসামিকে আটক করা হয়েছে।
ইতিমধ্যে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা ও হত্যাকারিদের সনাক্ত করা যাবে।

