বাংলার ভোর প্রতিবেদক
যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শার্শা থানাধীন পাড়ের কায়বা গ্রামের চন্দ্র সানার ছেলে মহানন্দ সানা (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) শার্শা থানাধীন গাজীর কায়বা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ1 অভিযানকালে মহানন্দ সানাকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version