বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এলাকায় মাদক বিক্রিতে বাধা নিষেধ করায় প্রতিবেশিদের হামলায় মুক্তার আলী (২৭) নামে এক যুবককে মারপিট করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
সদরের হাশিমপুর মধ্যপাড়া গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম। মামলায় আসামি করেন, প্রতিবেশি ফয়সাল হোসেন, ফারুক হোসেন ও ফারুক হোসেনের স্ত্রী খাদিজা বেগম।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা সম্পর্কে প্রতিবেশী। ফয়সাল হোসেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির। বিভিন্ন সময় বাদির বাড়ির সামনে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে সে। এই বিষয়ে বাদীর মেঝ ছেলে মুক্তার আলী ফয়সাল হোসেনকে নিষেধ করলে সে মুক্তার আলীকে মারপিটসহ খুন জখমের হুমকি প্রদান করে। গত ১৬ জুলাই বাদীর ছেলে হাশিমপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে আসামির বাড়ির সামনে পৌঁছালে তার পথরোধ করে।
পূর্ব শত্রুতার জের ধরে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী মারপিট শুরু করে। মারপিটের একপর্যায় ফারুক হোসেনের হুকুমে ফয়সাল হোসেন চাকু দিয়ে বাদীর ছেলেকে হত্যার কুপিয়ে গুরুতর জখম করে। এবং এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাদির ছেলের ডাক চিৎকারে বাদিসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীগন সকলের সামনে প্রকাশ্যে বাদীর পরিবারকে পরবর্তীতে খুন করবে বলে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।