বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ফেনসিডিল চোরাচালানের মামলায় শাবানা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডিত শাবানা বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জুলাই রাত ৮টার দিকে শার্শা উপজেলার জামতলা বিশ্বাস ব্রিকসের সামনে ভারত থেকে আনা ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছিলেন শাবানা বেগম ও তার সহযোগী শফিকুল আউলিয়া। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শার্শা থানার তৎকালীন এসআই মুরাদ হোসেন অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড় দেন।
এরপর ধাওয়া দিয়ে শাবানা বেগমকে আটক করা হয়। তবে পালিয়ে যায় তার সহযোগী শফিকুল আউলিয়া। এরপর শাবানার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাবানা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণা শেষে দণ্ডিত শাবানা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।