বিবি প্রতিবেদক
যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিপ্লব গাজী নামের এক আসামিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে।
র‌্যাব যশোরের অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, আটক বিপ্লব গাজী যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের জাহিদ হোসেনের ছেলে। গতবছরের ৩১ আগস্ট যশোরের আদালত তাকে হেরোইনসহ আটকের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
এর আগে ২০১৪ সালের ১৮ এপ্রিল বিপুল অভয়নগরে হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ মামলায় পাঁচ মাস পর জামিন পেয়ে তিনি পলাতক ছিলেন। ওই অবস্থায় আদালত তাকে সাজা দেন। র‌্যাব যশোরের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে তাকে গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করে যশোরে আনেন। শনিবার তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, বিপ্লব গাজীর বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক ও চুরিসহ ৯টি এবং নড়াইল থানায় একটি হত্যা মামলা রয়েছে।

Share.
Exit mobile version