বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে এ্যডভোকেসি সভা।
আশ্বাস প্রকল্পের আওতায় যশোর জেলার সদর উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) ইন্টারেক্টিভ ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। সভা সঞ্চলনার দায়িত্ব পালন করেন প্রশিক্ষক দিপঙ্কর মন্ডল এবং মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব কর্তব্যসহ রূপান্তর ও আশ্বাস প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ।