বাংলার ভোর প্রতিবেদক
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারটায় যশোর জেলার সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সভাপতিত্বে সভায় মানব পাচারের বর্তমান ধরণ ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা ও প্রতিরোধে কৌশল নির্ধারণ সহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা
এবং সেবাপ্রাপ্তিতে করণীয় বিষয়ে সহায়ক উজ্জ্বল কুমার পাল অংশগ্রহণমূলক আলোচনা করেন।
এছাড়া অত্র ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ববলি নিয়ে ৬ মাসের একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয় ।
সভাটি সঞ্চলনার দায়িত্ব পালন করেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল।
