বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম।
সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, আবুল হোসেন, আফজাল হোসেন দোদুল, কাজী আব্দুস সবুর হেলাল, আব্দুল মালেক, আব্দুল রশিদ খান, আমিরুল ইসলাম রন্টু, কেশবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, জেলা ডেপুটি কমান্ডার আবুল হোসেন, আব্দুল আজিজ, লিয়াকত আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইচ্ছে করলেই ইতিহাস মুছে ফেলা যায় না। ১৯৭১ কে অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায়না।
অনুষ্ঠান পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।