বিবি প্রতিবেদক
যশোরে মুদি দোকানি জয়নাল আবেদীনকে (৪০) ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল ভোর রাতে শহরতলীর চাঁচড়া মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই দিন রাতে দেড়টার দিকে মুদি দোকান বন্ধ করে তিনি বাসায় যাওয়ার পথে বাড়ির কাছে পৌছালে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রাহুলসহ ৩ থেকে ৪ জন তার ওপর হামলা চালায়। তারা জয়নালের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আল মামুন জানান, তার বুকে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম:
- উদ্যোক্তা ইবাদ আলীর সাফল্য
- শার্শায় নিখোঁজের ৪ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট