বাংলার ভোর প্রতিবেদক
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে দক্ষিণ পাশ থেকে লোহার তৈরি সেফটি ঢাকনা চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন, যশোরের মণিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বিপ্লব আহমেদ। মামলার বাদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির।
তিনি উল্লেখ করেন, গত ১৩ মার্চ সন্ধ্যা ৬ টার পর হতে বৃহস্পতিবার ১৪ মার্চ সকাল ৮ টা ৫০ মিনিটের পূর্বে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ১০ হাজার টাকা মূল্যের লোহার তৈরি সেফটি ঢাকনা চুরি করে সটকে পড়ে। আদালতের দু’জন নৈশপ্রহরীকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে তারা দেখেনি বা জানেন না বলে জানায়।