বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের খড়কির রিপন হত্যা মামলায় আত্মসমর্পণকারী চার্জশিটভুক্ত আসামি জুয়েল মোড়লকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। জুয়েল মোড়ল শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।


মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর সন্ধ্যার পর শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে রিপনকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত রিপন খড়কি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা রূপবান বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ির তৎকালীন ইনচার্জ রেজাউল করিম। চার্জশিটভুক্ত আসামি জুলেয় মোড়ল দীর্ঘদিন পলাতক থেকে পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।

Share.
Exit mobile version