বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে নূর মোটরসাইকেল স্ট্যান্ড নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর দোয়া মাহফিলের মাধ্যমে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তির উপস্থিতিতে রিকন্ডিশন মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল এবং ব্যবসায়িক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যশোর মার্কাস জামিয়াতুল মসজিদের খতিব মুফতি মাজেদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, সাবেক সহসভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাবেক কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল কবির মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, সাবেক সাংস্কৃতিক সম্পাদক তহিদ মনি, কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সাজেদ রহমান বকুল, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, যশোর জেলা মোটর সাইকেল ওয়ার্কাশপ মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সহসভাপতি শেখ নওশাদ প্রমুখ।
প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি এবং দৈনিক মানবজমিন পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান এর সিনিয়র স্টাফ রিপোর্টার নূর ইসলাম ও যশোর ঘোপ নওয়াপাড়া রোড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদ কবির প্লাবন যৌথ উদ্যোগে যশোরাঞ্চলের সম্পূর্ণ বৈধ রিকন্ডিশন মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য “নূর মোটর সাইকেল স্ট্যান্ড” নামের এই শোরুমটি পরিচালনা করছে।