বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে ঢাক-ঢোল বাজিয়ে মিছিলের মাধ্যমে প্রচারণায় নামেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী।

প্রচারণা শুরুর আগে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে খবির গাজী বলেন, আমরা নির্বাচনে নেমেছি বিজয়ের জন্য। জনগণের সেবা করার মানসিকতা নিয়েই আমি মাঠে আছি। আমার সাধ্যমতো আমি ভোটারদের কল্যাণে কাজ করে যাবো। আপনারা সুসংগঠিত হয়ে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় লাঙল প্রতীকের বার্তা পৌঁছে দিন।

নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে যার যা প্রয়োজন আমাকে জানাবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে জিততে চাই।

আলোচনা সভা শেষে বাদ্যযন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।

প্রথম দিনের এই প্রচারণায় খবির গাজীর সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহাবুব আলম বাচ্চু, জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক আব্বাস আলী মোল্যা, যুবসংহতির সম্পাদক ইদ্রিস আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Share.
Exit mobile version