বাংলার ভোর প্রতিবেদক
উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক, কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন যশোরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা সংগঠক মো. নুরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান, ছাত্র প্রতিনিধি ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আমরা নামাজের কথা বলি, হজের কথা বলি। কিন্তু হালাল রোজগারের কথা বলি না। আমাদের প্রকৃত মানুষ হতে হবে। ধর্মীয় পরিচয়ে নয়, মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেমনটা লালন সাঁই আমাদের দেখিয়ে গেছেন। তিনি তার জীবনযাত্রা আচার আচরণে তার ভক্তদের দেখিয়ে গেছেন কি চলতে হবে। তিনি দেখিয়ে গেছেন ধর্মের ভিত্তিতে নয়, মানুষের কল্যাণে কাজ করতে হবে। রহমত বা গণেশ নামে বিচার করলে হবে না। মানুষকে মানুষ হিসেবে বিচার করতে হবে।

তিনি আরো বলেন, লালন যা লিখে গেছেন তাকে শুধুমাত্র গান বলা যাবে না। এটি একটি জীবন দর্শন, একটি ধর্ম, একটি বিশ্বাস।

আলোচনা অনুষ্ঠান শেষে লালন সঙ্গীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি যশোরের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহাগ।

জানতে চাইলে অনুষ্ঠানে আগত কবি ও সাংবাদিক কাজী নূর বলেন, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই অমর বাণীকে ধারণ করে এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে সারা দেশের জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে স্মরণোৎসব পালিত হচ্ছে। চলতি বছরের আগস্টে লালনের তিরোধান দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version