বাংলার ভোর প্রতিবেদক
সম্পন্ন নতুনত্ব নিয়ে যশোরে শাগুফতাস বিউটি ক্রিয়েশন অ্যাণ্ড পার্লারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের এইচএমএম রোড কাঠেরপুল এলাকার রাজু প্লাজার দ্বিতীয় তলায় পার্লারের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, সাবেক পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ ও জেলা উইমেন্স বিউটি পার্লারের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা।
পার্লারের স্বত্বাধিকারী শাগুফতা নাজনীন সেবা বলেন, আধুনিকতার ছোয়া দিতে আমাদের এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা অভিজ্ঞ কারিগর ও বিদেশি ভালো মানের পণ্যের মাধ্যমে সেবাগ্রহিতাদের সুবিধা নিশ্চিত করবো। নারী সাজের নতুন কিছু উপহার দিতেই আমাদের এ অগ্রযাত্রা।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান শুধু মহিলাদের জন্য প্রজেয্য। এখানে মেয়ের বিয়ের পূনাঙ্গ সাজ, ব্রাইডল, স্পা, চুল কাটা, মেহেদি পড়ানো, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর পার্টিসাজ অভিজ্ঞ কারিগর দিয়ে করা হবে।
উদ্বোধন উপলক্ষে পুরো নভেম্বর মাস জুড়ে থাকবে বিশেষ ছাড় থাকবে বলে তিনি জানান।

