বিবি প্রতিবেদক
যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামে মাস্টার আব্দুল আলিম নামে একজনকে জমি নিয়ে বিরোধের জের ধরে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে মারপিট ও ভাংচুরের মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান।
অভিযুক্তরা হলেন বানিয়ারগাতী গ্রামের দুই ভাই আব্দুল কাদের ও আতিকুর রহমান এবং আনসার মোল্যা, রকিব ও মুরাদ হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, মাস্টার আব্দুল আলিমের বোন রুমিচা খাতুন ও তার স্বামী বানিয়ারগাতী গ্রামে ২০১৩ সালে আট শতক জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছেন। তাদের বাড়ির পাশের জমির মালিক আসামি কাদের প্রায় সময় তাদের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। ২০১৩ সালের ৭ অক্টোবর সকালে রুমিচা খাতুনের ভাই আব্দুল আলিম মাস্টারকে মোবাইল করে ওই গ্রামে ডেকে নিয়ে যান। এরপর আসামিরা মাস্টার আব্দুল আলিমকে যশোর-খুলনা মাগসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারপিট করে গুরুতর জখম করেন। এ সময় পকেট থেকে আসামিরা ২ হাজার ৪৫০ টাকা কেড়ে নেয়। এছাড়া আসামিরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় রুমিচা খাতুন বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version