বাংলার ভোর প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে চলমান খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখা। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এক প্রতিবাদ সমাবেশ এই আহবান জানানো হয়।

ছাত্রনেতা ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন খবির শিকদার, জুলাই আন্দোলনের নেতা রাশেদ খান, রাহুল হোসেন, ছাত্র ফ্রন্ট নেতা নাহিদ হাসান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন ছাত্রনেতা মৃন্ময় মন্ডল।

বক্তারা কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, সারাদেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এর বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। বক্তারা সরকারের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version