বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সাংস্কৃতিকেন্দ্রের ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবের দ্বিতীয়তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর সাংস্কৃতিকেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল আহসান ফারুক। তিনি বলেন, আজকের এই সাংস্কৃতিক অন্ষ্ঠুান প্রাণবন্ত হয়েছে। সংস্কৃতি একটি জাতির আত্মার পরিচায়ক। ইসলামি সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়ে তুলতে পারি। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংস্কৃতিকেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, নাট্য সম্পাদক মাহদী হাসান, অফিস সম্পাদক তরিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে যশোর জেলা ও বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা হামদ্, নাত, ইসলামিক সংগীত, আবৃত্তি ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। তরুণ শিল্পীদের পরিবেশনায় উঠে আসে ইসলামি ভাবধারার পাশাপাশি দেশপ্রেম, মানবতা ও সমকালীন বিষয়ের ছাপ। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ এবং সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়।

Share.
Exit mobile version