বাংলার ভোর প্রতিবেদক

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঢাবি ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিডি হলে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন আনন্দে। আলোচনা সভায় বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা গর্বিত। কারণ স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে শিক্ষা ও গবেষণায় অবদান রেখেছে এই বিশ্ববিদ্যালয়। আন্দোলনের বাতিঘর হিসেবে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের যশোরের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের যশোরের সেক্রেটারি ও সরকারি মহিলা কলেজের বাংলার সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, অনুষ্ঠানের আহবায়ক সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সরকারি সিটি কলেজের প্রভাষক আব্দুর রহিম প্রমুখ। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version