বাংলার ভোর প্রতিবেদক
সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজী আনিসুজ্জামান আরজুর উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে পায়ে চালিত ভ্যান প্রদান এবং অসহায় দিনমজুরদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রি ও ২ জন অস্বচ্ছল ব্যক্তির হাতে পায়ে চালিত ভ্যানের চাবি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।
বক্তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।যাতে অসহায় মানুষের জীবনমান উন্নত হয়। তারা বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে সমাজে দারিদ্র্য হ্রাস পাবে এবং মানুষ স্বাবলম্বী হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভ্যান ও ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।