নিজস্ব প্রতিবেদক
হত্যার তিন পর রেকর্ড হয়েছে যশোরে চাঞ্চল্যকর সোলায়মান হত্যা মামলা। আর হত্যার চার দিন পার হলেও আটক হয়নি কোন আসামি। এদিকে এ হত্যার ঘটনায় পুলিশি তৎপরতাকে রহস্যঘেরা মনে করছে বিজ্ঞজন ও ভুক্তভোগীরা।
স্থানীয়দের ধারণা যশোর কোতোয়ালি পুলিশের এক কর্মকর্তা দুই মাদক কারবারীকে আটক ও তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতানোর ঘটনার সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ‘গুমোর ফাঁসের’ ভয়ে পুলিশের জোরদার ভূমিকা নেই বলে স্থানীয় ও নিহত সোলাইমানের স্বজনদের দাবি। তবে পুলিশ কর্তার টাকা হাতানোর ঘটনা তদন্ত হচ্ছে বলে পুলিশের বিশ^স্ত একটি সূত্র জানিয়েছে।
এদিকে আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সোলাইমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানাধীন চাঁচড়া ফাঁড়ির এসআই আব্দুল মালেক।
গত ২৬ জানুয়ারি শহরের টিবি ক্লিনিক মোড়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে সোলাইমান হোসেনকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, নিহত সোলায়মান হোসেনের স্ত্রী আসমা খাতুন ২৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পাঁচজনের নাম উল্লেখসহ সন্দেহভাজন আরও একজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, টিবি ক্লিনিক মোড়ের জনি হোসেন, চাঁচড়া চেকপোস্ট এলাকার আরাফাত হোসেন, শংকরপুর মেডিকেল কলেজের সামনের মেহেদী হাসান, টিবি ক্লিনিক মোড়ের সুজন ও সিরাজুল। তবে এ মামলায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি বলে জানান তদন্ত কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ২৩ জানুয়ারি দুপুরে কোতয়ালি থানা পুলিশের এএসআই টমাস মন্ডল বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ লাখ ৩৫ হাজার টাকাসহ শহিদুল ও শাহিন নামে দুই যুবককে আটক করেন। স্থানীয় সোর্স জসিম সিকদারের তথ্য মতে ওই দুই মাদক কারবারিকেক আটক করে পুলিশ। কিন্তুপুলিশ ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখিয়ে আটক শহিদুল ও শাহিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে। এছাড়া শহিদুলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৮০ হাজার টাকা রেখে দিয়ে বাকি ৩ লাখ ৫৫ হাজার টাকা শহিদুলের স্ত্রী স্মৃতিকে ফিরিয়ে দেন এএসআই টমাস মন্ডল। এ ঘটনায় সোর্স মানি হিসেবে জসিম সিকদার পান ২০ হাজার টাকা। ওই টাকার ভাগ নিতে শুক্রবার সন্ধ্যায় টিবি ক্লিনিকের সামনে জসিম সিকদারের ওপর চড়াও হন সন্ত্রাসী মেহেদী ও আরাফাতসহ অন্যরা। এরই একপর্যায়ে জসিম সিকদারকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। তাকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন সোলায়মান হোসেন।
সূত্র আরও জানায়, আটক শহিদুল ও শাহিন মাদকের কেনাবেচার একটি সিন্ডিকেট পরিচালনা করে। এছাড়া সোহাগসহ স্থানীয় কয়েকজন মাদকের আরেকটি সিন্ডিকেট পরিচালনা করেন। আসামি মেহেদী ও আরাফাত মূলত শহিদুল ও শাহিন সিন্ডিকেটের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে সেবন করে। যেটা ভালোভাবে নেননি সোহাগ। গত ২৩ জানুয়ারি শহিদুল ও শাহিন আটকের পর মেহেদী ও আরাফাত অন্য স্থান থেকে ইয়াবা ট্যাবলেট কিনে টিবি ক্লিনিকের ভেতর বসে সেবন করার সময় সোহাগ তাদের মারধর করে। এ ঘটনায় সোহাগের ওপর ক্ষিপ্ত হয়ে মেহেদী ও আরাফাত। গত ২৬ জানুয়ারি দুপুরে সোহাগকে খুঁজতে টিবি ক্লিনিক এলাকায় যান তারা। এ সময় সেখানে দেখা হয় সোহাগের মামাতো ভাই পুলিশের কথিত সোর্স জসিমের সাথে। তখন জসিম তাদের কয়েকটি চড় থাপ্পড় মারে। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর মেহেদী ও আরাফাত কয়েকজনকে নিয়ে ফের টিবি ক্লিনিকের সামনে জসিমকে ছুরিকাঘাত করেন। ওই সময় স্থানীয় অন্যান্য লোকজনের সাথে সোলায়মান হোসেনও হামলাকারী সন্ত্রাসীদের ধাওয়া করেন। একপর্যায়ে আরাফাতকে ধরে ফেলেন সোলায়মান। তিনি তাকে ধরে নিয়ে আসার চেষ্টা করলে সন্ত্রাসী আরাফাত ও মেহেদী সোলায়মানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
এদিকে মামলায় সোলাইমানের স্ত্রী উল্লেখ করেন, তার স্বামী কর্মস্থল থেকে চা খেতে এসেছিলো টিবি ক্লিনিক এলাকার পিযুষের চায়ের দোকানে। এ সময় আসামিরা প্রকাশ্যে জসিমকে চাকু দিয়ে কুপিয়ে জখম করছিল। যা দেখে প্রতিবাদ করে সোলায়মান। নিষেধ করায় সোলায়মানকে আসামিরা ধাওয়া করে। তাকে ধরে বুকসহ শরীরের বিভিন্ন কুপিয়ে জখম করে হত্যা করে। হাসপাতালে ভর্তি অবস্থায় আহত জসিমও একই অভিযোগ করেন।
অন্যদিকে পুুলিশের একটি বিশ^স্ত সূত্র জানায়, এএসআই টমাস মন্ডলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী শহিদুলের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগেরও তদন্ত হচ্ছে। এ ব্যাপারে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান করা হচ্ছে।
এএসআই টমাস মন্ডল অভিযোগ অস্বীকার করে আর কোনো মন্তব্য করতে রাজি
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা