বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৯ দিনব্যাপি হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়’ এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বুধবার সকালে যশোরের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন এবং ডেপুটি কো-অর্ডিনেটর ড. আবদুল মাজেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি যশোরের উপ-পরিচালক বি এম কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকে সঠিক নিয়মে বাড়িতে হাঁস মুরগি পালন করবেন। খাঁচায় মুরগি পালন করবেন। আপনারা যত আগে উদ্যোগ নিবেন তত আগে লাভবান হবেন।
পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় বিআরডিবির উদ্যোগে যুব প্রশিক্ষণ কেন্দ্র যশোর ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কোর্সে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
তারা ৯ দিন হাঁস-মুরগি পালন বিষয়ক বিভিন্ন আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করবেন।