বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার যশোর সদর উপজেলার হাটখোলা রোডের বড়বাজার এলাকায় ঐশী স্টোরে এ অভিযান করা হয়। অভিযানে পলিথিন শপিং ব্যাগ জব্দ ও প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক।
পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক জানান, পরিবেশ সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং পলিথিনের ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।