বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৭০ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেয়ায় প্রতারণার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা হয়েছে। মামলায় তিন ভাইসহ ৫ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা হলেন, যশোর শহরের সিটি কলেজ পাড়ার তারক চন্দ্রকর, গোবিন্দ কর, বিশ্বজিৎ কর, করুনা হুই, রিপন হুই। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর গ্রামে।
মামলাটি করেন, যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার বিপি রোডের নিজাম উদ্দিন অমিত। মামলায় অমিত উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৫ নভেম্বর ৩শ’ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে ৭০ লাখ টাকা ধার গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ নভেম্বর তারক চন্দ্রকর, গোবিন্দ কর, বিশ্বজিৎ কর ৭০ লাখ টাকা ধার গ্রহণ করে। এরপর নির্ধারিত সময়ে তারা টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকে। একপর্যায়ে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি তাদের বাসায় ডেকে নিয়ে ধার দেয়া টাকা চাওয়া হয়। সেখানে তারা টাকা দিতে পারবে না বলে চলে যায়। এরপর তারা টাকা না দেয়ায় যশোর আদালতে মামলা করা হয়। মামলার আইনজীবী আবু মোর্তজা ছোট জানান, ৭০ লাখ টাকা ধার নিয়ে না দিয়ে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। যার নম্বর জিআর ১২৪২/২৪, মামলার পরবর্তী ধার্য্য তারিখ চলতি বছরের ২৫ আগস্ট।