বাংলার ভোর প্রতিবেদক
যশোর উপশহরের তেল পাম্প সংলগ্ন এলাকায় ‘স্বাধীন বাংলা এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী দোকান মালিক আহসানুল্লাহ জানান, প্রতিদিনের মতো কাজ শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। গভীর রাতের নির্জনতাকে কাজে লাগিয়ে চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

বুধবার সকালে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। প্রাথমিক হিসাবে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হন।

দোকান মালিক জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফুটেজ পাওয়া গেলে তা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপশহর এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, গভীর রাতে পর্যাপ্ত টহল ও নজরদারির অভাবে চোরেরা এ ধরনের অপরাধ করতে সাহস পাচ্ছে।

দ্রুত চোর শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয় ব্যবসায়ীরা।

Share.
Exit mobile version