বিবি প্রতিবেদক
যশোরে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসক বলছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এই মৃত্যু হয়ে থাকতে পারে। আজ (শনিবার) সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম হাবিবুর রহমান (৭০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার কোটপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।
কারাগার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হাবিবুর রহমান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে সময় দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ‘মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামে সাহেব আলী নামে এক কৃষককে হত্যার দায়ে হাবিবুরকে মৃত্যুদণ্ড দেন আদালত। ২০২৩ সালের ৬ জুন দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। এরপর মাগুরা কারাগার থেকে হাবিবুর রহমানকে ২০ জুন যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে ফাঁসির কনডেম সেলে রাখা হয়।’
তিনি আরও বলেন, ‘গতকাল সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
শিরোনাম:
- পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
- যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
- সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
- ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
- আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
- যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
- এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা
