বাংলার ভোর প্রতিবেদক
৪ এপ্রিল ‘যশোর গণহত্যা দিবস’ স্মরণে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার উদ্যোগে পালিত হয়েছে নানা কর্মসূচি।
শুক্রবার দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং শহীদদের স্মরণে মনিহার চত্বরে বিজয়স্থম্ভে পুষ্পার্ঘ অর্পণ।
বেলা ১১ টাশ পুষ্পার্ঘ্য অর্পন শেষে বিজয় স্তম্ভ প্রাঙ্গনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইকবাল কবির জাহিদ।
বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলার সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য তসলিম উর রহমান, সিপিবি জেলা সভাপতি ইলাহদাদ খান, উদীচী যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, বাসদের যশোর জেলার সমন্বয় শাজাহান আলী, হাসিনুর রহমান, বাসদ মার্কসবাদীর অন্যতম নেতা দিলীপ রায়, শহীদ পরিবারের সদস্য শিক্ষিকা মাসুমা আক্তার, সওগাত কামাল দ্বীপ, পলাশ বিশ্বাস যুবনেতা আলাউদ্দিনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সময়ে উপস্থিত ছিলেন।