সাম্প্রতিককালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত “আর ডট বাংলা” নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি অনুষ্ঠানে বাংলাদেশর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য পরিবেশন করার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন যশোর যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়েছেন, যশোরের নাম ব্যবহার করে যে ধরনের মনগড়া গল্প, কল্পিত ঘটনা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন, গর্হিত ও নিন্দনীয়।

বিশেষ করে যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সম্পর্কে যে মিথ্যা, অপপ্রচার ও ঘৃণ্য অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের ভিত্তিহীন মন্তব্য তাদের ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। একই সাথে বিবৃতিতে বলা হয় বিদেশি কোনো গণমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের মিথ্যাচার প্রচার শুধু অনৈতিকই নয়; বরং দ্বিপাক্ষিক সৌহার্দ্য ও পেশাগত সাংবাদিকতার মূল্যবোধের পরিপন্থী।-প্রেস বিজ্ঞপ্তি

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version