বাংলার ভোর প্রতিবেদক
তীব্র তাপদাহে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের খোঁজ-খবর নিতে ঝটিকা পরিদর্শনে যান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শনিবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন। তারপর তিনি হাসপাতালের চিকিৎসকদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ডা. হিমাদ্রী শেখর সরকার, ডা. গৌতম কুমার আর্চায্য, ডা. গোলাম মোস্তফা প্রমুখ।
কাজী নাবিল আহমেদ প্রথমে সাধারণ রোগীদের খোঁজ-খবর নেন। তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। তারপর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেনের মাকে দেখতে যান। এ সময় তিনি হাসপাতালের সামগ্রিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।