বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে যশোর জেনারেল হাসপাতালের আয়োজনে যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ (এমপি)

এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহিদুর রহমান, যশোর জেলা সিভিল সার্জন ডা বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনিন সোনালী প্রমুখ ।

সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা খাতে অপ্রতুল জনবল, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, হাসপাতালের আউটডোরে টিকিট কাউন্টারের টিকিটের মূল্য হ্রাস, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের উন্নতমানের খাবার সরবরাহ, হাসপাতালের অভ্যন্তরে অপ্রয়োজনীয় আগমন ও বহির্গমনরত ইজিবাইক, রিকশাসহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। বর্তমান সরকারের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে যে সকল উন্নয়ন করে চলেছে সেগুলো সম্পর্কে সকলকে জানাতে গ্রামে গ্রামে মা সমাবেশসহ বিভিন্ন প্রচারমুখি কাজ করার আহবান জানান। এ ছাড়া

হাসপাতালে সাধারণ মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দেন।

Share.
Exit mobile version