বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেক। শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে যশোর জেলা শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরকে গত ১৭ ফেব্রুয়ারি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান আংশিক কমিটি অনুমোদন করেন। ফলে ছাত্রদলের সভাপতির পদটি শূন্য হয়।