কেশবপুর পৌর সংবাদদাতা
কেশবপুরে যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে সম্মেলনে শাইখ এনামুল ইসলামকে সভাপতি ও মাস্টার আব্দুল হান্নানকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট যশোর জেলা শুব্বানের কমিটি ঘোষণা করা হয়।

একইদিন কিবরিয়া হোসেনকে সভাপতি ও শরিফুল ইসলামকে সেক্রেটারি করে কেশবপুর-মনিরামপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার দুপুরে কেশবপুর কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহীল হাদী।

রাতে কেশবপুর পাবলিক ময়দানে উন্মুক্ত দাওয়াহ অধিবেশনের উদ্বোধন করেন জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক শাইখ আহমদ আলী।

প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মানজুরে ইলাহী মাদানী।

সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের সভাপতি শাইখুল ইসলাম।

দশম যশোর জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন মনিরুজ্জামান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version