বাংলার ভোর প্রতিবেদক
আজ অনুষ্ঠিত হচ্ছে না যশোর জেলা ট্রাক,ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জজকোর্টে মামলা চলমান থাকায় নির্ধারিত দিন নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন সভাপতি পদপ্রার্থী খায়রুল ইসলাম লাল্টু। বিরোধী দলের দুই জন সদস্য আদালতে মামলা করার কারণে বৃহস্পতিবার দুপুরে আদালত এই সিদ্ধান্ত নেন। মামলায় ভোটের আয়োজন করার কথা বলে জজকোর্ট। পরবর্তীতে উচ্চ আদালতে আপিল করার কারণে নির্ধারিত দিন ভোট আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভোটের দিন আদালতের চূড়ান্ত রায়ের পর নির্ধারণ করা হবে।
এই নির্বাচনে দুটি পৃথক প্যানেলে এবং একজন স্বতন্ত্রসহ বিভিন্ন পদে লড়াই করছেন ৩৫ জন প্রার্থী। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।
লাল্টু বাহাদুর পরিষদে আছেন ১৭ জন হেভিওয়েট প্রার্থী। সভাপতি পদে খায়রুল ইসলাম লাল্টু ও নাজিম হোনেন বাহাদুর লড়াই করছেন। এই প্যানেলে সহ সভাপতি পদে রয়েছেন, আফসার উদ্দীন নাজিম উদ্দীন। সহ সাধারণ পদে দেলোয়ার হোসেন দলু ও আবু সাঈদ মিন্টু।সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান,প্রচার সম্পাদকে মাসুম রেজা, ক্রীড়া এ সাংস্কৃতিক সম্পাদকে দুলু শেখ, দপ্তর সম্পাদকে রহমত উল্লাহ সোহাগ, কোষাধ্যক্ষে শফিকুজ্জামান মনু, সড়ক সম্পাদকে রাজু আহমেদ ও সো. টিটো, কার্যনির্বাহী সম্পাদকে সাইদুজ্জামান সাইদ, মোহাম্মদ আলী, আনিস শিকদার ও সেলিম রেজা রয়েছেন।
