বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার এই মনোনয়নপত্র জমা দেয়া হয়। আগামী ২১ নভেম্বর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে ‘লাল্টু-বাহাদুর পরিষদ’ এবং ‘সাইফুল-মেহেদী পরিষদ’। এছাড়া কোষাধ্যক্ষ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মামুন হোসেন রনি।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, মামুনুর রশিদ বাচ্চু। সদস্য সচিব রয়েছেন আহ্বায়ক মাহবুবুর রহমান মজনু। কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন, মবিনুল ইসলাম মবিন, আবু জাফর, এসএম তৌহিদুর রহমান, ।
দুই প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা ওেয়ার মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হলো।

