বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পরিবহন শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের মনিহার মোড়ে অবস্থিত বিজয় স্তম্ব চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, শ্রমিক ইউনিয়ন ২২৭ সভাপতি সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। প্রধান বক্ত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।
যশোর শ্রমিক দল পরিবহন শাখার সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর শ্রমিক দল পরিবহন শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম ও সহ সভাপতি রবিউল ইসলাম লবিন।
এ সময় বক্তরা বলেন, ‘শীতের তীব্রতা বৃদ্ধির কারণে মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে গরীব-অসহায় মানুষের জন্য শীতের সময়ে বাঁচা কঠিন হয়ে পড়ে। তাই তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ নেয়া হয়েছে, যাতে শীতবস্ত্র বিতরণ করে এসব মানুষের কিছুটা উপকারে আসা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায় এবং শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
কম্বল পেয়ে তারা শ্রমিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমিক দলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
শিরোনাম:
- সাবেক চেয়ারম্যান পিকুল ও তার সহযোগিদের দুর্নীতি অনুসন্ধানে দুদক
- জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : মেধাবী শাম্মীর পরিবারের স্বপ্নভঙ্গ
- বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে
- খুলনা বিভাগের ১০ জেলা : এক বছরে ২৩৮টি মানবপাচার মামলা, নিষ্পত্তি ৯২
- যবিপ্রবিতে এটিএফ সাব-প্রজেক্ট প্রোপোজাল রাইটিং বিষয়ক কর্মশালা
- আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন
- শ্যোন অ্যারেস্ট যশোর আ.লীগ সভাপতি মিলন ও ইউপি চেয়ারম্যান রাজু
- যশোরে ‘নারী দিয়ে ব্লাকমেইল ও মুক্তিপণ দাবি’ চক্রের আরও ৬ সদস্য আটক