বিবি প্রতিবেদক
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) আওতায় যশোর জেলা তথ্য অফিস আয়োজিত চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, বর্নি বিশেষ ক্যাম্পের সুবেদার আহসান উল্লাহ, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী, বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুইশতাধিক নারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে বড় অফিসার হওয়ার থেকে ভাল একজন মানুষ হতে হবে। একটা পরিবারে একজন সন্তান মানুষ হবার ক্ষেত্রে বাবার থেকে মায়ের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, মানব পাচার, মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ, ইভটিজিং প্রভৃতি উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক