বাংলার ভোর প্রতিবেদক

যশোরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ভোট। শুরু হয়েছে গণনা। শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৫টায়। মোট ২০০টি বুথের মাধ্যমে এ ভোট গ্রহণ হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম নিয়োজিত ছিল ভোটকেন্দ্র ঘিরে।

৯ হাজার ৬৮২ জন ভোটারের এ সংগঠনে এবারের নির্বাচনে ১৭টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহসভাপতির তিনটি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, যুগ্ম সম্পাদক পদে দু’জন, সহসাধারণ সম্পাদকের দু’টি পদে সাতজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন, প্রচার সম্পাদক পদে পাঁচজন, কোষাধ্যক্ষ পদে তিনজন ও ছয়টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৯ জন।বিভিন্ন পদের প্রার্থীরা হলেন সভাপতি পদে সেলিম রেজা মিঠু (ডাল রেন্স), মামুনুর রশিদ বাচ্চু (মিনার) ও শাহেদ হোসেন জনি (হেলিকপ্টার), সহসভাপতি পদে আসাদুজ্জামান সুমন (গরুর গাড়ি), আবু হাসান (আনারস), মারুফ হোসেন (বটগাছ), রতন অধিকারী (মই), রবিউল হোসেন লবিন (তবলা), ষষ্টি দত্ত (তরবারি) ও হাদিউজ্জামান (চরকা), সাধারণ সম্পাদক পদে ইমান আলী (গোলাপফুল), আব্দুল ওয়াদুদ (বাইসাইকেল) ও মোর্তুজা হোসেন (ফুটবল), যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান (একতারা) ও রবিউল ইসলাম মিন্টু গাজী (মোরগ), সহসাধারণ সম্পাদক পদে কাবিবুর রহমান টুটুল (বালতি), কামরুল ইসলাম (হাতুড়ি), মুজিবর রহমান সরদার (হাঁস), রফিকুল হাসান ডাবলু (ময়ূর), সেলিম রেজা (মোমবাতি) ও হারুন অর রশিদ ফুলু (মাইক), সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতান (কোদাল) ও রিয়াজ উদ্দিন (কলা), প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন (কুলা), শেখ নান্টু (তীর ধনুক), আব্দুর রাজ্জাক (উট), আব্দুর রহমান মিন্টু (ঠেলা গাড়ি) ও আব্দুর রহিম খাঁ বাবু (খেজুর গাছ), কোষাধ্যক্ষ পদে কামাল হোসেন (হাতি), নজরুল ইসলাম (টেবিল ফ্যান) ও শহিদুল ইসলাম (স্লাইড রেন্স), কার্যকরী সদস্য পদে ইমরান (কুঁড়েঘর), ইসরাফিল (হাতপাখা), এনায়েত হোসেন (দোয়েল পাখি), এমদাদুল হক (চশমা), এরশাদ আলী (তারা), আব্দুল আজিজ (টেলিভিশন), আনোয়ার বিশ্বাস (পানির বোতল), আবু মুসা (কলস), আলী হুসাইন (বাস), আসিফ খান (বাঘ), আসাদুজ্জামান (দোয়াত-কলম), আব্দুল করিম (কলম), আবুল কাশেম (গাভী), শেখ চঞ্চল (ঘোড়া), জাকির হোসেন (গামছা), জাহাঙ্গীর হোসেন (চিংড়িমাছ), জাহাঙ্গীর হোসেন (প্রজাপতি), ডাব্লু তরিকুল ইসলাম(ছাতা), মোহাম্মদ আলী (কাস্তে), মিজানুর রহমান (ঘুড়ি), মনিরুজ্জামান মনি (মোটরসাইকেল), মনিরুল ইসলাম (টায়ার), খন্দকার মাসুদুজ্জামান (দেয়াল-ঘড়ি), আব্দুর রউফ (পাঞ্জা), শেখ রাজু (রুই মাছ), রবিউল ইসলাম (আম), শিমুল বিশ্বাস (রিক্সা), শহিদুজ্জামান সহিদ (হরিণ), হাফিজুর রহমান (ডাব) মার্কা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট এবং সদস্য সচিব বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা নির্বাচনের মাঠে যেয়ে পছন্দের প্রার্থীদের হয়ে ভোট কামনা করেন। আজ শনিবার ভোট গণনা শুরু হবে।

Share.
Exit mobile version