বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি ঈস্খদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (আইটি) ও পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন কমিটির সমন্বয়ক রাম কুমার ঘোষ এর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিজিএম টেকনিশিয়ান-১ ও ২ শরীফ লেহাজ আলী ও আ: হাকিম, কেশবপুরের ডিজিএম এসএম শাহিন আহসান, সহকারী জুনিয়ার প্রকৌশলী-২ জাহাঙ্গীর আলম, চৌগাছার মিটার রিডার চঞ্চল ভট্টাচার্য, এজিএম প্রশাসন-২ মুবতাসিম মাহমুদ, এজিএম অর্থ যশোর-২ আবু সিনহা প্রমুখ।
মানববন্ধন ও স্মারকলিপিতে বলা হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করণের লক্ষ্যে তাদের কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে ২ দফা দাবি পূরণ করতে হবে। তাদের দুই দফা দাবি হলো, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য বা দ্বৈতনীতির অবসানপূর্বক আরইবি-পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করতে হবে এবং সকল চুক্তিভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর কর্মকর্তা-কর্মচারীগণ একই দাবিতে জেলা প্রশাসক মহোদয়ের নিকট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।