নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসানের উদ্যোগে শনিবার কুকুরের শরীরে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসে সহায় পৌরসভার ইন্সপেক্টররা সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুকুরের শরীরে জলাতঙ্ক রোগ প্রতিরোধক ভ্যাকসিন দিয়ে লাল রং লাগিয়ে দেন।
এদিন পৌর এলাকার ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ২২৭টি কুকুরের শরীরে ভ্যাকসিন দিয়ে লাল রং লাগিয়ে দেয়া হয়।
এ কার্যক্রমের নেতৃত্ব উদ্বোধন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ড।
ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, মেহেদী হাসান, মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভ্যাকসিনেটর আমির হোসেন, মঞ্জুর আলম, হাফিজুর রহমান,পলাশ বিশ্বাস ও মাসুদ রানা।
পর্যায়ক্রমে সব ওয়ার্ডে কুকুরের শরীরে ভ্যাকসিন দিয়ে লাল রং লাগিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
