বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মৌমাছি স্কুলের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর পৌরপার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়।
ফল উৎসবে অতিথি ছিলেন কবি ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সামছুন্নাহার, সদস্য আসিফ আকবর খান নিপ্পন, তরিকুল ইসলাম তারু, নুসাইবা বুবলী, শর্মিষ্ঠা তুপা, পরিচালক মাসুম বিল্লাহ ও প্রধান শিক্ষক সাগর বিশ্বাসসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ উৎসবে নার্সারি থেকে প্রাথমিক পর্যায়ের ৩২০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। প্রদর্শিত হয় প্রায় ১০০ প্রকার দেশি-বিদেশি ফল।
এর মধ্যে ছিল আম, জাম, কলা, তরমুজ, বাঙ্গি, বেল, লিচু, কাঠাল, পেঁপে, আনারস, লটকন, কিউই, দেশি খেজুর, ছবেদা ও তালের মতো নানা প্রজাতির ফল।