বিবি প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি যেভাবে নিজের জীবন বাজি রেখে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। আজকে আমাদেরকেও নিজের জীবন বাজি রেখে প্রতিটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ূব, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।
জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের প্রয়াত সকল নেতাকর্মী ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version