বাংলার ভোর প্রতিবেদক
ভারতীয় ৫ বোতল মদসহ ববরুবহন ঘোষ নামে এক ভারতীয় নাগরিককে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আজ (বৃহস্পতিবার) ৭ মার্চ সকাল সোয়া ১০ টায় যশোর সদর উপজেলার চাঁচড়া বাজারমোড়ে জনৈক গোলাম সরোয়ারের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার হিরাপোল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুপুরে যশোর কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ডিবি’র এসআই কাজী আব্দুল মান্নানসহ একদল পুলিশ এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে পৌছে ভারতীয় নাগরিক ববরুবহন ঘোষকে আটক করে। এসময় তার দখলে থাকা ভারতীয় ৫ বোতল বিদেশী মদ ও ভারতীয় পাসপোর্ট ও পুরাতন স্কুল ব্যাগ উদ্ধার করে। পরে দুপুরে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করেন।