বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার ৩৭ হাজার ৭৪০ পত্রে আবেদন এসেছে। পরীক্ষার ফলে যারা সন্তুষ্ট হতে পারেনি এমন পরীক্ষার্থী এই আবেদন করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ মঙ্গলবার এ তথ্য দিয়েছেন।
গত ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১৩ মে থেকে পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। চলে ১৯ মে পর্যন্ত। ২৩ টি পত্রে এই আবেদন পড়েছে। প্রকাশিত ফলাফলে এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা হয় যশোর বোর্ড। এ বছর এসএসসির ফলাফলে যশোর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৩৩। যা দেশের সব শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ।
২০২২ সালেও ৯৫ দশমিক ১৭ শতাংশ পাসের হার নিয়ে দেশসেরা হয়েছিল এ বোর্ড। তবে গত বছর পাসের হার ৯ শতাংশ করে ৮৬ দশমিক ১৭ ভাগে নেমে যাওয়ায় শীর্ষস্থান হাতছাড়া হয়েছিল। তবে জিপিএ-৫ প্রাপ্তি গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন; গতবছর এই সংখ্যা ছিল ২০ হাজার ৬১৭।