বাংলার ভোর প্রতিবেদক
‘রক্ত মাংসে গড়া দেহে থাকিতে মোদের প্রাণ, একবার নয়, বার বার মোরা করিব রক্তদান’ এই স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন যশোর ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার যশোর রেল স্টেশনে অবস্থিত ভ্রাম্যমাণ পাঠশালা শুদ্ধাঙ্গন স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে বিভিন্ন আয়োজনে মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ব্লাড ব্যাংকের উপদেষ্টা মুক্তার আলী, রমজানুল ইসলাম পিন্টু, রুবেল হাওলাদার, সোহাগ হোসেন, এমএ হাসান, সংগঠনের সভাপতি মোহাম্মদ শাওন কবির, সাধারণ সম্পাদক সুলতান বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শেষে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দরা। ২০১৬ সালে ‘যশোর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। যাত্রার পর থেকে করোনাসহ নানা দুর্যোগে দেশের বিভিন্ন স্থানে সেবামূলক কাজ করে প্রশংসিত হন।