বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে চেয়ারম্যানের সভাকক্ষে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় তিনি তার অভিজ্ঞতা ও দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করেন। এছাড়া, অবসরজনিত কারণে শিক্ষাবোর্ডের সহকারী হিসাব অফিসার সালমা আফরোজ, সেকশন অফিসার আব্দুল গফুর ও রেকর্ড সাপ্লাইয়ার সিরাজুল ইসলামকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়।
শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক রাকিব হাসান, সেকশন অফিসার মোমিন উদ্দিন এবং রাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. তৌহিদুজ্জামান।
প্রফেসর মর্জিনা আক্তার তার বক্তব্যে শিক্ষাবোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি বলেন, শিক্ষাবোর্ডের উন্নয়ন ও অগ্রগতিতে সকলের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে আরও ভাল কাজ করতে সহায়তা করবে।