বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ডের সোমবার সন্ধ্যায় বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএস মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, অনুষ্ঠানের আহবায়ক ও বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন, সেকশন অফিসার মমিন উদ্দীন, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান।
অনুষ্ঠানে ৭০ ইভেন্টে ১২০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।