বিবি প্রতিবেদক
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘোপ বাজারে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ ৬ নং আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ লাভলু হোসেন, মিলন হোসেন, সজিব হোসেন, অভি, মফিজুর রহমান, দেলোয়ার হোসেন, সবুজ ও শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া যশোর সদরের ফতেপুরে হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) বিকেলে ঝুমঝুমপুর বটতলা এলাকায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে এই কম্বল বিতরণ করা হয়। ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য ও প্রবীণ আওয়ামী নেতা ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, সদর উপজেলা যুবলীগের নেতা বিএম টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুজ্জামান তুহিন, অর্থ সম্পাদক আব্দুর রউফ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ টিটো, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল