বাংলার ভোর প্রতিবেদক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ ও জামায়াতের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ড এলাকায় সহকারী কমিশনার শামীম হোসাইন এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার শামীম হোসাইন জানান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরাতন ছাত্রাবাসের প্রধান ফটক ও প্রাচীনে যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পোস্টার সাঁটানো ছিলো।
একই সাথে বিভিন্ন স্থানে ধানের শীষের প্যানা সম্বলিত ব্যানার টাঙানো ছিলো। সেকারণে বিএনপি এই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বিভিন্ন যানবাহনের পিছনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদেরের ছবি সম্বলিত প্যানা সাঁটানো ছিলো। সে কারণে এই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ঘটনাস্থল থেকে এসব স্থান থেকে এসব পোস্টার অপসারণ করা হয়েছে। তিনি বলেন, জরিমানার সাথে দুই প্রার্থীর প্রতিনিধিকে সর্তক করা হয়।
নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

