বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে শোকজ করা হয়েছে। রোববার রাতে সংগঠনটির যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামীম আকতারের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেক দলের সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে শোকজ করা হয়েছে। তাকে লিখিত আকারে স্বশরীরে সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সঠিক কারণ ও ব্যাখা জানানোর নির্দেশনা দেওয়া হলো।
দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলায় ‘‘সুজলপুর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ” দখলের জন্য সোহরাব হোসেন পায়তারা করছেন। ঈদগাহের লাখ টাকার গাছও বিক্রি করে হজম করেছেন।
একই সাথে জমিও দখল করার পায়তারা করছিলেন। এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দল তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।